বিরলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৬ কেজি গাঁজা ও ১টি ট্রাকসহ আটক-২
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ১০:১৮ রাত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে ডিএনসি দিনাজপুরের পরিদর্শক মোঃ আব্দুর রহমান-এর নেতৃত্বে এবং গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২২ আগষ্ট) বিকালে বিরল উপজেলার মাড়পুকুর এলাকা থেকে ২৬ কেজি গাঁজা ও ১টি ট্রাক'সহ ২ জনকে আটক করা হয়েছে।
ঘটনাসূত্রে জানা যায় যে, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ৬ নং সবাতপুর ইউনিয়নের নন্দপাড়া গ্রামের মোঃ কাজী ছোরহাব-এর পুত্র কাজী সোহেল (৩৯) এবং একই জেলার ধনবাড়ি উপজেলার মোঃ শাহিন এর পুত্র মোঃ সুমন (২২) এবং ঢাকা মেট্রো ট-১২-৫৫ ৭৭ নাম্বারের একটি ট্রাকে করে ২ টি বস্তায় মোট ২৬ কেজি গাঁজা নিয়ে কুমিল্লা থেকে দিনাজপুর জেলার বিরল উপজেলায় প্রবেশকালে এম এম ফিলিং স্টেশন এর সামনে তাদের আটক করা হয়েছে। ২৬ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য ৭ লক্ষ ৮০ হাজার টাকা।
পরবর্তীতে দিনাজপুরের বিরল থানায় ২০০৮ সালের ৩৬ (১) সরণির ১৯ (গ) ৪১/২৬ (১) ধারায় মোঃ কাজী সোহেল এবং মোঃ সুমন এর বিরুদ্ধে ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।