চাঁদপুরে সাহিত্য মঞ্চের পাঠ-পর্যালোচনা : শব্দ, চিন্তা ও সৃষ্টির রঙে সাজানো বিকেল
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ১০:৩১ রাত

ছবি: বাংলাধারা
চাঁদপুরের আকাশে এক বিকেলের আলো-ছায়া যেন মিশে গেল শব্দের গীতলতায়, চিন্তার গভীরতায় আর সৃষ্টির বহুমাত্রিক রঙে। সাহিত্য মঞ্চের আয়োজনে মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে বসেছিল এক ভিন্ন আসর- ‘পাঠ-পর্যালোচনা’। এটি কেবল কোনো অনুষ্ঠান ছিল না; ছিল সৃজনশীলতার উৎসব, বই আর পাঠকের এক অন্তরঙ্গ মিলনমেলা।
শনিবার (২৩ আগস্ট) আয়োজিত এ আসরে আলোচনায় উঠে আসে চলতি অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত চাঁদপুরের বারো জন লেখকের নতুন বই। দুই পর্বে বিভক্ত এ পাঠযাত্রা একে একে উন্মোচন করেছে সৃষ্টির অন্তর্লীন কাহিনি, শিল্পরূপের বৈচিত্র্য আর ভাবনার দীপ্তি।
প্রথম পর্বে আলোচনায় আসে ছয়টি গ্রন্থ। কবি ইলিয়াস ফারুকীর ‘জল তিতির’ নিয়ে বিশ্লেষণ করেন গাজী গিয়াস উদ্দিন। নুরুন্নাহার মুন্নির ‘গণতন্ত্রে পুরুষতন্ত্র’ বিষয়ে বক্তব্য দেন কবি ও সাংবাদিক মামুন রশীদ। তরুণ কবি নিঝুম খান আলো ফেলেন মাইনুল ইসলাম মানিকের অনুবাদগ্রন্থ ‘কুরুক্ষেত্রের ঘুড়ি’-তে। দন্ত্যন ইসলাম মুগ্ধতার সঙ্গে আলোচনা করেন সঞ্জয় দেওয়ানের ‘জলের ক্যালিগ্রাফি’ নিয়ে।
ঢাকা থেকে আগত বিশেষ অতিথি সাংবাদিক, কলামিস্ট ও আবৃত্তিশিল্পী আহমেদ শাহেদ পাঠ-পর্যালোচনা করেন কবির হোসেন মিজির ‘লাল রঙের নামতা’ গ্রন্থে, আর কবি ম. নূরে আলম পাটওয়ারী আলোকপাত করেন জাহিদ নয়নের ‘আততায়ী অন্ধকার’ নিয়ে। এ পর্বে সভাপতিত্ব করেন সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিম।
দ্বিতীয় পর্বও ছিল সমান প্রাণবন্ত। সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান আলোচনা করেন কাদের পলাশের ‘চাঁদপুরের সংস্কৃতি, লোককথা ও অন্যান্য’ গ্রন্থ নিয়ে। রাজিব কুমার দাস প্রাণবন্তভাবে উপস্থাপন করেন গাজী মুনছুর আজিজের ভ্রমণগ্রন্থ ‘পাখির খোঁজে বাংলাজুড়ে’। নুরুল ইসলাম ফরহাদ ব্যাখ্যা করেন মুহাম্মদ ফরিদ হাসানের ‘চিত্রকলার জগৎ’।
এছাড়াও আবদুল গনি আলোচনা করেন মিজানুর রহমান রানার ‘এই জনমে’, মনিরুজ্জামান বাবলু আলোকপাত করেন দেওয়ান মাসুদুর রহমানের ‘কৃষ্ণচূড়া মোড়’ এবং কবি সুমন কুমার দত্ত বিশ্লেষণ করেন আরিফুল ইসলাম শান্তের ‘মৌন বৃক্ষের রাত্রিদিন’। এ পর্বে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্য গবেষক ও সাহিত্য মঞ্চের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ হিল কাফী।
আলোচকরা একবাক্যে স্বীকার করেন, চাঁদপুরের লেখকদের সৃষ্টিশীলতা বাংলা সাহিত্যে নতুন রঙ যোগ করছে। বইকে ঘিরে এমন আলোচনা শুধু লেখক-পাঠক সম্পর্কের বন্ধন দৃঢ় করে না, বরং বইয়ের প্রতি পাঠকের ভালোবাসা ও কৌতূহলকেও বহুগুণ বাড়িয়ে তোলে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান ডা. মাসুদ হাসান। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক সাদ আল-আমিন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক সামিয়া আলম ও সদস্য সামিরা মেহনাজ নুসরাত। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহ্বায়ক মুহাম্মদ হানিফ ও সদস্য সচিব ইয়াসিন দেওয়ান।
সেদিনের চাঁদপুরের বিকেল যেন বইয়ের সুবাসে, শব্দের সুরে আর চিন্তার উজ্জ্বলতায় রঙিন হয়ে উঠেছিল- এটি ছিল পাঠ, পর্যালোচনা আর অনুভবের এক অনন্য উৎসব।
বাংলাধারা/এসআর