ঢাকা, শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

আবারও কমলো স্বর্ণের দাম, ২২ ক্যারেটে ভরিতে কমলো ৩ হাজার ৫৭০ টাকা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মে ০৩, ২০২৫, ১১:১৩ রাত  

ছবি: সংগৃহিত

স্বর্ণের বাজারে আবারও স্বস্তির হাওয়া। দেশের বাজারে ভরিতে ৩ হাজার ৫৭০ টাকা কমিয়ে নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা, যা রবিবার (৪ মে) থেকে কার্যকর হবে।

শনিবার (৩ মে) সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সেখানে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় স্থানীয় বাজারেও মূল্য সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যান্য ক্যারেটের নতুন দাম:

  • ২১ ক্যারেট: ১,৬১,৩০১ টাকা প্রতি ভরি
  • ১৮ ক্যারেট: ১,৩৮,২৫৩ টাকা প্রতি ভরি
  • সনাতন পদ্ধতি: ১,১৪,২৯৬ টাকা প্রতি ভরি

এর আগে গত ২৩ এপ্রিল বাজুস প্রতি ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। এর চেয়েও এবার দাম কমেছে আরও বেশি হারে।

২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত ২৭ বার স্বর্ণের দামে পরিবর্তন এনেছে বাজুস। এর মধ্যে ১৯ বার বেড়েছে, আর কমেছে মাত্র ৮ বার। এই ওঠানামার পেছনে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও ডলারের বিনিময় হারের প্রভাব উল্লেখযোগ্য বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

সোনার দাম দীর্ঘদিন ঊর্ধ্বমুখী থাকায় সাধারণ ক্রেতা ও ছোট বিনিয়োগকারীরা ছিলেন বিপাকে। সাম্প্রতিক এই দাম হ্রাস কিছুটা স্বস্তি এনে দিলেও অনেকে বলছেন, এখনো সোনার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে স্বর্ণের দর কিছুটা স্থিতিশীল হলে এবং ডলারের চাহিদা কমলে আগামীতে আরও দাম কমার সম্ভাবনা রয়েছে। তবে আগামী কিছু সপ্তাহ বাজারের গতিপ্রকৃতি বুঝেই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

বাংলাধারা/এসআর