ঢাকা, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার ঋণ খেলাপি নূর উদ্দিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ০৭:৪১ বিকাল  

ছবি: সংগৃহিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার ১১০ কোটি টাকার ঋণ খেলাপি গ্রাহক মেসার্স নুর ব্রাদার্সের সত্ত্বাধিকারী মিয়া মো. নূর উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্যাংক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধ না করে এবং প্রতারণার আশ্রয় নিয়ে ব্যাংকের নামে বন্ধক রাখা অ্যাপার্টমেন্টগুলো গোপনে বিক্রি করে দেন নূর উদ্দিন। এসব ঘটনায় তার বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে একাধিক মামলা চলছে।

জানা গেছে, গত ২৮ জুন রাজধানীর পল্টন থানা পুলিশ মিয়া মো. নূর উদ্দিনকে গ্রেপ্তার করে। তদন্তে বেরিয়ে এসেছে, ব্যাংকের নামে মর্টগেজ করা ৫৫টি অ্যাপার্টমেন্টের মধ্যে তিনি ব্যাংকের অনুমতি ছাড়া ইতোমধ্যেই ৫০টি অ্যাপার্টমেন্ট বিক্রি করেছেন।

ফলে মিয়া নূর উদ্দিন এবং তার মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর নামে মুনাফাসহ ঋণ স্থিতি দাঁড়িয়েছে প্রায় ১১০ কোটি টাকা। বিষয়টি নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ আইনগত পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।


বাংলাধারা/এসআর