ঢাকা, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

১২ কেজি এলপি গ্যাসের দাম কমল ৩৯ টাকা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ০২, ২০২৫, ০৪:০৫ দুপুর  

ছবি: সংগৃহিত

ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম আরও কমেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বুধবার (২ জুলাই) নতুন দর ঘোষণা করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ১২ কেজির সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ৩৬৪ টাকা, যা আগের দাম ১ হাজার ৪০৩ টাকার চেয়ে ৩৯ টাকা কম।

এর আগে, গত জুন মাসেও ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

মূল্য হ্রাসের ফলে সাধারণ ভোক্তারা কিছুটা স্বস্তি পেলেও বাজারে গ্যাসের সরবরাহ ও স্থিতিশীলতা নিয়ে সংশ্লিষ্টদের নজরদারি অব্যাহত রয়েছে।

 

বাংলাধারা/এসআর