ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

ওয়ালটন ডিজি-টেকের দেশব্যাপী ডিলার মিট

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৫:১৩ বিকাল  

ছবি: সংগৃহিত

দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্প্রতি সারাদেশে আয়োজন করেছে ডিলার মিট। এই আয়োজনের মূল লক্ষ্য হলো ব্যবসায়ীদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সর্বাধুনিক প্রযুক্তি ও ওয়ালটনের নতুন সব পণ্য সম্পর্কে তাঁদের বিস্তারিত ধারণা দেওয়া।

অনুষ্ঠানগুলোতে আলোচনার মূল বিষয় ছিল- বিশ্বের নতুন প্রযুক্তি প্রবণতা, ওয়ালটনের আসন্ন ও বর্তমান পণ্যসামগ্রী, ব্যবসায়িক সুযোগ-সুবিধা এবং গ্রাহকসেবার মানোন্নয়ন। পাশাপাশি ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার, বিশেষ ছাড় ও প্রোমোশনাল সুবিধা সম্পর্কেও অবহিত করা হচ্ছে।

ইতোমধ্যেই রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, কক্সবাজার, ময়মনসিংহ, বরিশাল ও কুমিল্লায় ডিলার মিট সম্পন্ন হয়েছে। এসব অনুষ্ঠানে ডিলাররা ওয়ালটনের কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, প্রিন্টারসহ বিভিন্ন আইটি পণ্যের খুঁটিনাটি জানার সুযোগ পেয়েছেন। একই সঙ্গে রিফারব্রিশড পণ্য সম্পর্কে ভোক্তাদের সচেতন করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ওয়ালটনের কর্মকর্তারা মনে করেন, এই উদ্যোগ শুধু ডিলারদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করবে না, বরং দেশের আইটি খাতের অগ্রযাত্রাতেও গতি আনবে। এতে অংশ নিয়েছেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আইটি ব্যবসায়ী সমিতির বিশিষ্ট প্রতিনিধিরাও। তাঁদের মতে, ওয়ালটনের এমন উদ্যোগ দেশের প্রযুক্তি খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, “গ্রাহকদের সর্বাধুনিক প্রযুক্তি সাশ্রয়ী মূল্যে সরবরাহ এবং কাঙ্ক্ষিত সেবা দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। ক্রেতাদের সঙ্গে আমাদের সেতুবন্ধন তৈরি করেন ডিলাররা। তাঁদের মাধ্যমে গ্রাহকের চাহিদা বোঝা ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই এই আয়োজনের উদ্দেশ্য। পাশাপাশি রিফারব্রিশড পণ্য সম্পর্কে ক্রেতাদের সচেতন করতেও এটি সহায়ক হবে। সারা বছরজুড়ে এ কার্যক্রম চলমান থাকবে।”

বাংলাধারা/এসআর