ঢাকা, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: ৩৩ শতাংশ শিক্ষার্থী পেয়েছে ৫০%-এর বেশি নম্বর

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ০৩:৪৩ দুপুর  

ছবি: সংগৃহিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের আইসিটি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ফল ঘোষণা করেন উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

প্রায় এক যুগ পর আয়োজিত এই ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন, যা অংশগ্রহণকারীর তুলনায় উল্লেখযোগ্য। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৩ দশমিক ২৮ শতাংশ ৫০ শতাংশের বেশি নম্বর অর্জন করেছেন।

ফলাফলে দেখা যায়, প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী। নির্বাচিত এসব শিক্ষার্থী আগামী ২৯ জুন থেকে নির্ধারিত ওয়েবসাইট থেকে ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজে যোগাযোগের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবেন।

ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট দপ্তরের পরিচালক ও কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ৩১ মে দেশের প্রায় ৩০০ কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর সরাসরি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মান যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেছে।

 

বাংলাধারা/এসআর