জাবি বাগছাসে দ্বন্দ্বের জেরে যুগ্ম-আহ্বায়ক নাজমুলের পদত্যাগ
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৩:২০ দুপুর

ছবি: সংগৃহিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। এর মাঝেই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জাবি শাখার যুগ্ম-আহ্বায়ক নাজমুল ইসলাম লিমন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বুধবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে লিমন লেখেন, “আমি মো. নাজমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা থেকে পদত্যাগ করছি। পদত্যাগের কারণ আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাব।”
সংযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন এবং জানান, আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনেই বিস্তারিত জানাবেন।
একাধিক সূত্রে জানা গেছে, জাকসু নির্বাচনে সহ-সম্পাদক (এজিএস) পদকে ঘিরেই মূল দ্বন্দ্ব তৈরি হয়। এই পদে লিমন ছাড়াও জিয়াউদ্দিন আয়ান, কাউসার আলম আরমান ও আহসান লাবিব মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু বাগছাসের সভায় শেষ পর্যন্ত জিয়াউদ্দিন আয়ানকে এজিএস প্রার্থী হিসেবে মনোনীত করা হলে ক্ষুব্ধ হয়ে লিমন পদত্যাগ করেন।
আজই জাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিন। এমন প্রেক্ষাপটে হঠাৎ পদত্যাগে বাগছাস শিবিরে অস্বস্তি দেখা দিয়েছে। দলীয় নেতৃত্বে মতবিরোধ ও প্যানেল সংকট প্রকাশ্যে চলে আসায় নির্বাচনী সমীকরণেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাধারা/এসআর