ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

রোকেয়া হলে প্রবেশ নিয়ে ক্ষমা চাইলেন উমামা ফাতেমা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৫:০৮ বিকাল  

ছবি: সংগৃহিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে আলোচনায় এসেছেন ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। নিয়ম ভঙ্গ করে মধ্যরাতে রোকেয়া হলে অবস্থান করায় তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। বিষয়টি ঘিরে সমালোচনা শুরু হলে শেষ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

সোমবার (২৫ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে উমামা লেখেন, “আমি স্বীকার করছি, নিয়মবহির্ভূতভাবে রোকেয়া হলে প্রবেশ করেছিলাম। এজন্য আমি হল প্রশাসনের কাছে লিখিতভাবে দুঃখ প্রকাশ করেছি।”

তিনি জানান, রবিবার রাতে কোনো ধরনের নির্বাচনী প্রচার বা সভা করতে তিনি রোকেয়া হলে যাননি। দীর্ঘদিনের মানসিক চাপের কারণে মেন্টাল রিলিফ খুঁজতে এক বান্ধবীর সঙ্গে দেখা করতেই সেখানে গিয়েছিলেন। তবে তাকে নিয়ে যে গুঞ্জন ছড়ানো হয়েছে- রাত দেড়টার পর হলে প্রবেশ করেছেন, তা পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

উমামা ফাতেমা বলেন, “আমি রাত ১০টার মধ্যেই হলে প্রবেশ করি। কেউ প্রমাণ করতে পারবে না যে আমি ভোট চেয়েছি। আমাকে ইচ্ছাকৃতভাবে হেনস্তা করা হচ্ছে, শুধু স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণেই।”

ফেসবুকে সমালোচনার ঝড় প্রসঙ্গে তিনি আরও লিখেছেন, “ইচ্ছাকৃতভাবে আমাকে অপরাধী সাজিয়ে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। পরিস্থিতি ঘোলাটে হওয়ায় আমি নিজেই রোকেয়া হলের প্রভোস্টের সঙ্গে দেখা করি এবং লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করি।”

তবে একই সঙ্গে তিনি মনে করেন, এক হলের শিক্ষার্থী অন্য হলে গেলে সেটি ফৌজদারি অপরাধ নয়। উমামা বলেন, “বিশ্ববিদ্যালয়ে বহুদিন ধরেই এক হলের মেয়েরা অন্য হলে যাতায়াত করেন। এটিকে অপরাধ হিসেবে দেখা হলে মেয়েদের স্বাভাবিক চলাচল সীমিত হয়ে যাবে। আমি নির্বাচিত হলে এ নিয়ম পরিবর্তনের উদ্যোগ নেব।”

বাংলাধারা/এসআর