ঢাকা, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রাতভর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ১১:৩৭ দুপুর  

ছবি: সংগৃহিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নারী শিক্ষার্থীকে দারোয়ানের হাতে মারধরের ঘটনার জেরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন এলাকায় এ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে প্রায় ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

ঘটনার সূত্রপাত হয় রাত সাড়ে ১১টার দিকে। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী শাহাবুদ্দীন ভবন নামের একটি বাসায় ফিরতে গেলে গেট খোলার বিষয়ে দারোয়ানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে দারোয়ান ওই শিক্ষার্থীর ওপর হাত তোলেন বলে অভিযোগ ওঠে। খবরটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে উত্তেজিত শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে ২ নম্বর গেট এলাকায় জড়ো হয় এবং সেখানেই স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহত আরবি বিভাগের শিক্ষার্থী ফুয়াদ হাসান অভিযোগ করে বলেন, স্থানীয়রা তার বুকের ওপর লাথি মেরেছে, যার ফলে তিনি শ্বাসকষ্টে ভুগছেন। আরও অনেক শিক্ষার্থী লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে প্রক্টরিয়াল টিম উপস্থিত হওয়ার পর স্থানীয় মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলা চালিয়েছে। এর পরপরই স্থানীয়রা দলবদ্ধ হয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করে।

আহত শিক্ষার্থীরা অভিযোগ করেন, এ ধরনের ঘটনা আগেও ঘটেছে কিন্তু প্রশাসন কখনোই কার্যকর ব্যবস্থা নেয়নি। তাদের মতে, প্রশাসনের গাফিলতির কারণেই শিক্ষার্থীদের বারবার স্থানীয়দের হাতে নিগৃহীত হতে হচ্ছে। তারা এ ঘটনার ন্যায়বিচার ও স্থায়ী সমাধান দাবি করেন।

চবি মেডিক্যাল সেন্টারের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ টিপু সুলতান জানান, রাত দেড়টার পর থেকে আহত শিক্ষার্থীরা দলে দলে মেডিক্যালে আসতে থাকেন। একা তাকে প্রায় ৬০ জনকে সামাল দিতে হয়েছে। পর্যাপ্ত লোকবল ও সরঞ্জাম না থাকায় বেশ কয়েকজনকে অক্সিজেন দেওয়া সম্ভব হয়নি। গুরুতর আহত পাঁচ থেকে সাতজনকে চমেকে পাঠানো হয়েছে। কয়েকজনের মাথা ফেটে গেছে বলেও তিনি জানান।

বাংলাধারা/এসআর