রাবিতে নারী শিক্ষার্থীকে অবমাননার ঘটনায় ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার
প্রকাশিত: সেপ্টেম্বর ০৪, ২০২৫, ১১:৫৭ দুপুর

ছবি: সংগৃহিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই ৩৬ হলের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার দায়ে শাখা ছাত্রদলের এক সহসভাপতিকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতা হলেন আনিসুর রহমান মিলন।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তুলেছিলেন মিলন। তবে বিষয়টির সত্যতা যাচাই করতে শাখা ছাত্রদল দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিতে ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্ত কমিটির পক্ষ থেকে একাধিকবার মিলনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সন্তোষজনক ব্যাখ্যা না দিয়ে ফোন বন্ধ করে দেন। এতে প্রমাণিত হয়, কুরুচিপূর্ণ মন্তব্যটি ইচ্ছাকৃতভাবেই করেছেন তিনি। এ কারণে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, তার সঙ্গে আর কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য।
ঘটনার সূত্রপাত হয়, জুলাই ৩৬ হলের প্রভোস্ট ৯১ জন শিক্ষার্থীকে তলব করার প্রতিবাদে ছাত্রদলের সহসভাপতি ও শিক্ষার্থী জান্নাতুল নাঈমা তুহিনা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে মন্তব্য করেন হল সহসভাপতি আনিসুর রহমান মিলন, যা নারী শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর ছিল।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “নারীর প্রতি অসম্মানজনক কোনো আচরণের ব্যাপারে ছাত্রদল জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। তদন্তে প্রমাণিত হয়েছে মিলন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তাই সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হয়েছে।"
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও অনুরোধ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী মিলনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে।
বাংলাধারা/এসআর