জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কঠোর সতর্কতা: মাদক ও র্যাগিংয়ের ক্ষেত্রে শাস্তি চূড়ান্ত
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৫:১০ বিকাল

ছবি: সংগৃহিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন শিক্ষার্থীদের জন্য কঠোর শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনা দিয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মদ, গাঁজা ও যেকোনো ধরনের মাদকদ্রব্য সেবন বা ব্যবসায় সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ‘শৃঙ্খলা সংক্রান্ত কোনো ছাত্র/ছাত্রী অধ্যাদেশ ২০১৮’ এর ৫(দ) ধারা অনুযায়ী দেশি-বিদেশি মাদকদ্রব্য যেমন মদ, গাঁজা, ফেনসিডিল, হেরোইন, ইয়াবা বা অন্য কোনো মাদক গ্রহণ বা বিক্রি করতে পারবেন না।”
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মাদকদ্রব্য সেবন বা ব্যবসা করা শাস্তিযোগ্য অপরাধ। অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বহিষ্কার, আর্থিক জরিমানা বা উভয়ই হতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলকে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী- মাদক প্রতিরোধে সক্রিয়ভাবে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছে।
এছাড়া, বিশ্ববিদ্যালয় র্যাগিং নিয়েও শূন্য সহনশীলতা নেবে। একই দিনে প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে কোনো ধরনের র্যাগিং করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে চিরতরে বহিষ্কারের ব্যবস্থা করা হবে।
জাবি প্রশাসনের এই কঠোর পদক্ষেপ শিক্ষার্থীদের জন্য স্পষ্ট বার্তা দিচ্ছে: ক্যাম্পাসে শৃঙ্খলা এবং নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য পাবে।
বাংলাধারা/এসআর