ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

কাকরাইল মোড় হবে নতুন জনদাবির কেন্দ্র: হুঁশিয়ারি রইছ উদ্দিনের

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০১:৪০ দুপুর  

ছবি: সংগৃহিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দাবি পূরণ না হলে কাকরাইল মোড়ই হবে নতুন জনদাবি বাস্তবায়নের কেন্দ্র।

শুক্রবার বিকেলে কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে এ কথা বলেন তিনি।

রইছ উদ্দিন বলেন, “এই দেশের প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার প্রত্যাশা করে। আমার শিক্ষার্থীরা তিন দিন ধরে খোলা আকাশের নিচে বসে আন্দোলন করছে। অথচ এখনো সরকারের পক্ষ থেকে কোনো গঠনমূলক উদ্যোগ দেখা যায়নি। চাইলে আন্দোলনের প্রথম দিনেই এর সমাধান সম্ভব ছিল।”

তিনি আরও বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে নিপীড়ন ও বঞ্চনার শিকার। আজ আমরা এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি, যেখান থেকে পিছু হটার আর কোনো সুযোগ নেই। আমাদের যৌক্তিক দাবি পূরণ না হলে এই কাকরাইল মোড়ই হয়ে উঠবে আরেকটি গণআন্দোলনের কেন্দ্রবিন্দু।”

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, “আমরা যে সরকারের অধীনে আছি, সেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ত্যাগের রক্তের ওপর। সেই সরকার যদি এখন আমাদের হুমকি দিতে চায়, তাহলে আমরা সম্মিলিতভাবে তা প্রতিহত করব।”

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—অধ্যয়ন ও আবাসন সংকট নিরসন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্দিষ্ট দাবিনামার দ্রুত বাস্তবায়ন।

অধ্যাপক রইছ উদ্দিনের এই বক্তব্য আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা জোগায়। আন্দোলনকারীরা জানান, তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।

 

বাংলাধারা/এসআর