ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

সারা দেশে একযোগে ২৫২ বিচারক বদলি, পদোন্নতি পেলেন আরও ১৩ জন

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুন ০২, ২০২৫, ১১:৪৮ রাত  

ফাইল ছবি

দেশজুড়ে একযোগে ২৫২ জন বিচারকের বদলির সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়। সোমবার (২ জুন) আইন ও বিচার বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত পাঁচটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) এ এফ এস গোলজার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া বিচারকদের মধ্যে রয়েছেন- 

  • ৩০ জন জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার কর্মকর্তা,
  • ৩৮ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ,
  • ২২ জন যুগ্ম জেলা ও দায়রা জজ,
  • ১৬২ জন সহকারী ও সিনিয়র সহকারী জজ।

প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট বিচারকদের আগামীকাল ৩ জুন তাদের বর্তমান কর্মস্থলে দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। বদলিকৃত কর্মস্থলে যোগদানের আগে বিচারকদের জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে দায়িত্বভার বুঝিয়ে দিতে হবে।

প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, পৃথক আরেকটি প্রজ্ঞাপনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বিচার বিভাগীয় ১৩ জন সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এই বিচারকদের ২০১৬ সালের “বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ” অনুযায়ী ৩য় গ্রেড (বেতনস্কেল ৫৪,৩৭০ - ৭৪,৪৬০ টাকা) অনুযায়ী পদোন্নতি দিয়ে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পদ ও কর্মস্থলে নিয়োগ/বদলি করা হয়েছে।

তাদেরও আগামী ৩ জুন নতুন পদে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, এদের মধ্যে একজন বিচারক মাতৃত্বকালীন ছুটিতে থাকায় তিনি ছুটি শেষে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দেবেন।

এই আদেশও জনস্বার্থে জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


বাংলাধারা/এসআর