ঢাকা, শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

নির্বাচনের স্বপ্নও সম্ভব হতো না গণ-অভ্যুত্থান ছাড়া: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৪:২৮ দুপুর  

ছবি: সংগৃহিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণ-অভ্যুত্থান না হলে কেউ নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না। 

তিনি বলেন,‘অনেকেই আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে যে আমরা নাকি নির্বাচন পেছাতে চাই। অথচ যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা গণ-অভ্যুত্থান এবং সরকার পতনের পথে না এগোতাম, তাহলে শেখ হাসিনার সরকারের অধীনে আপনাদের আরও চার বছর অপেক্ষা করতে হতো। এই আন্দোলনই আজকের নির্বাচনের সম্ভাবনা তৈরি করেছে।’

সোমবার (২৮ জুলাই) দুপুরে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি আরও বলেন,‘আমরা অবশ্যই নির্বাচন চাই। আমরা ভোটাধিকার চাই, মানুষের মতো করে কথা বলার স্বাধীনতা চাই। কিন্তু দেশের রাজনীতিতে একটি চাঁদাবাজির অর্থনীতি তৈরি হয়েছে, যেখানে দুর্ভাগ্যজনকভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মীকেও টেনে আনা হয়েছে। এনসিপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজির চেষ্টা করলে আমরা তা কঠোরভাবে প্রতিহত করব। ঘরের ভেতর থেকেই চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই শুরু করেছি। এ কারণেই এনসিপি ঘোষণার পর আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্তির আহ্বান জানিয়েছিলাম।’

জামালপুরের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন,‘গত ১৭ বছর এখানে কেউ স্বাধীনভাবে রাজনীতি করতে পারেননি। রাজনীতি ছিল এক গডফাদারের কবজায়। আমরা সেই জিম্মিদশা থেকে মানুষকে মুক্ত করেছি। তাই দেশ গড়ার কাজে আপনারা এনসিপির পাশে দাঁড়ান।’

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান, ডা. তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটোয়ারীসহ অন্যান্য স্থানীয় ও জাতীয় নেতারা বক্তব্য রাখেন।

এর আগে নাহিদ ইসলামের নেতৃত্বে শহরের তমালতলা থেকে পদযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে এসে শেষ হয়। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বাংলাধারা/এসআর