ওমান প্রবাসীকে আনতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের ৭ জনের
প্রকাশিত: আগস্ট ০৬, ২০২৫, ১১:৫১ দুপুর

ছবি: সংগৃহিত
নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৬ আগস্ট) ভোররাতে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের একটি খালে পড়ে যায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সবাই।
নিহতরা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়ির বাসিন্দা। নিহতদের মধ্যে রয়েছেন- ওমান প্রবাসী মো. বাহার উদ্দিনের স্ত্রী কবিতা আক্তার (২৪), দুই বছরের কন্যাশিশু মীম আক্তার, মা মুরশিদা বেগম (৫০), নানী ফয়জুন নেছা (৭০), ভাতিজি রেশমা আক্তার (৯), লামিয়া আক্তার (৮) এবং বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার (২৫)।
জানা গেছে, ওমান থেকে দেশে ফেরা বাহার উদ্দিনকে স্বাগত জানাতে পরিবার ও স্বজনরা ঢাকা যান। সেখান থেকে একটি প্রাইভেটকার ও একটি হাইস মাইক্রোবাসে করে সবাই একসঙ্গে ফিরছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সোজা একটি খালে পড়ে যায়। এসময় কিছু যাত্রী গাড়ির ভেতর থেকে বের হতে পারলেও সাতজন আটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনাটি ভোররাতে ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মনির হোসেন বলেন, “আমরা দুর্ঘটনাস্থল থেকে দুটি মরদেহ পেয়েছি। বাকিদের মরদেহ আসার প্রক্রিয়ায় রয়েছে। সবাই ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।”
এদিকে বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. লিটন দেওয়ান জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি রেকারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। আর কোনো মরদেহ ঘটনাস্থলে নেই। নিহতদের পরিচয় শনাক্তে হাইওয়ে পুলিশ কাজ করছে। প্রবাসী বাহার উদ্দিন এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও স্বজন হারানোর শোকে বাকরুদ্ধ তিনি।
একটি প্রবাসীর স্বপ্নময় প্রত্যাবর্তন মুহূর্তেই পরিণত হলো এক অন্ধকার অধ্যায়ে, যেখানে পরিবার হারিয়ে নিঃসঙ্গ হয়ে গেলেন তিনি। এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া ফেলেছে।
বাংলাধারা/এসআর