রিজার্ভ ও রেমিট্যান্সে সুখবর, বাড়ছে বৈদেশিক মুদ্রার জোগান
প্রকাশিত: আগস্ট ০৬, ২০২৫, ১০:৩৬ রাত

ছবি: সংগৃহিত
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে উর্ধ্বগতি দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বুধবার (৬ আগস্ট) পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০০৭৭ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলারে। একই দিন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ২৫০৫৭ দশমিক ৮৭ মিলিয়ন ডলার।
এর আগে গত ৪ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩০০০০ দশমিক ৮১ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৪৯৭৭ দশমিক ৭২ মিলিয়ন ডলার। অর্থাৎ, কয়েক দিনের ব্যবধানে উভয় হিসেবে রিজার্ভে বৃদ্ধি দেখা গেছে।
এদিকে, চলতি আগস্ট মাসের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। মাসের প্রথম পাঁচ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) ৪ হাজার এক কোটিরও বেশি। গত বছরের একই সময়ে পাঠানো রেমিট্যান্স ছিল ১৮ কোটি ১০ লাখ ডলার। ফলে এ বছর একই সময়ের তুলনায় বেড়েছে ১৪ কোটি ৭০ লাখ ডলার, যা প্রায় ১ হাজার ৭৯৩ কোটি টাকা।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে ওই মাসে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।
বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে জুলাই থেকে জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে এই অঙ্ক ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ২০২৫ সালের মার্চ মাসে—৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার।
রিজার্ভ ও রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক পরিবর্তন দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাধারা/এসআর