জুলাইয়ে আবারও চড়া মূল্যস্ফীতির চাপ
প্রকাশিত: আগস্ট ০৭, ২০২৫, ০২:২৬ দুপুর

ছবি: সংগৃহিত
চলতি বছরের জুন মাসে সামান্য হ্রাস পেলেও জুলাইয়ে এসে আবারও বাড়লো দেশের সার্বিক মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ, যা জুন মাসে ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিবিএস জুলাই মাসের ভোক্তা মূল্যসূচক প্রকাশ করে। এতে দেখা যায়, খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্য মূল্যস্ফীতি এক মাসের ব্যবধানে ৭ দশমিক ৩৯ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ৫৬ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি জুনে ৯ দশমিক ৩৭ শতাংশ থাকলেও জুলাইয়ে তা বেড়ে হয়েছে ৯ দশমিক ৩৮ শতাংশ।
অঞ্চলভেদে পরিসংখ্যানে দেখা যায়, গ্রামাঞ্চলে জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ, যেখানে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৩৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৩ শতাংশ।
অন্যদিকে শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৫ শতাংশ, খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ০৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৫ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে পণ্যের দাম বৃদ্ধি, আমদানি ব্যয়, উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে দেশে মূল্যস্ফীতির চাপ আবারও বাড়ছে। এতে সাধারণ জনগণের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করছেন তারা।
বাংলাধারা/এসআর