ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ, রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ১১:৫৫ দুপুর  

ছবি: সংগৃহিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে আজ বুধবার (১৩ আগস্ট) ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সকাল ৯টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। এতে উভয় প্রান্তে একাধিক ট্রেন আটকা পড়ে।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গত রোববার (১০ আগস্ট) হাটিকুমরুল গোলচত্বরে মহাসড়ক অবরোধের মাধ্যমে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় আজ রেলপথ অবরোধে নামতে বাধ্য হয়েছেন তারা।

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার ৮ বছর পরও স্থায়ী ক্যাম্পাস নির্মিত হয়নি, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সীমাহীন ভোগান্তির মধ্যে শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন। ক্যাম্পাস বাস্তবায়ন ছাড়া আমরা আন্দোলন থামাব না।”

রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) তপন ঘোষ জানান, অবরোধের কারণে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ধূমকেতু এক্সপ্রেস জামতৈল স্টেশনে এবং রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকা পড়েছে। অন্যান্য স্টেশনেও ট্রেন আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করে আসছেন। সোমবার (১১ আগস্ট) নবীনবরণ অনুষ্ঠান অস্থায়ী ক্যাম্পাসে না করে প্রতিবাদস্বরূপ ঢাকা-পাবনা মহাসড়কে আয়োজন করা হয়। পরদিন (১২ আগস্ট) একই মহাসড়কে বুড়ি পোতাজিয়ায় ক্যাম্পাস স্থাপনের যৌক্তিকতা নিয়ে সেমিনার করেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন হয়নি। ১৯ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা একটানা আন্দোলন চালান। তখন সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিত হলেও ছয় মাসেও প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বর্জনের মধ্য দিয়ে পুনরায় আন্দোলন শুরু হয়।

বাংলাধারা/এসআর