ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

যুক্তরাজ্য থেকে আসছে তিন কার্গো এলএনজি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৯:০৬ রাত  

ছবি: সংগৃহিত

দেশের জ্বালানি চাহিদা পূরণে যুক্তরাজ্য থেকে তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে এক হাজার ৪৪২ কোটি টাকা।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এই তিন কার্গো কেনা হবে। এর মধ্যে ১৯-২০ অক্টোবরের কার্গো আমদানিতে ব্যয় হবে প্রায় ৪৮০ কোটি ৬৭ লাখ টাকা, ৬-৭ অক্টোবরের কার্গোতে ৪৭৬ কোটি ৪৭ লাখ টাকা এবং ২৮-২৯ অক্টোবরের কার্গোতে খরচ হবে ৪৮৪ কোটি ৮৮ লাখ টাকা।

বাংলাধারা/এসআর