ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

বেগম জিয়ার সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ১১:২৯ রাত  

ছবি: সংগৃহিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার সন্ধ্যায় তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন।

সন্ধ্যা ৭টার দিকে ফিরোজায় পৌঁছালে ইসহাক দারকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক বাজওয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও সার্ক বিষয়ক মহাপরিচালক ইলিয়াস মেহমুদ নিজামী, ঢাকায় নিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ ও রাজনৈতিক কাউন্সেল কামরান দাঙ্গলসহ প্রতিনিধি দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রায় ৪৫ মিনিটের বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। পরে ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, ইসহাক দার খালেদা জিয়ার চিকিৎসা ও বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে তাঁর (জাহিদ হোসেনের) সঙ্গে কথা বলেছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দেশটির জনগণের পক্ষ থেকে খালেদা জিয়ার প্রতি শুভেচ্ছা জানানো হয়।

তিনি আরও বলেন, রাজনৈতিক আলোচনার পরিবর্তে মূলত কুশল বিনিময় ও অসুস্থতার খবর নেওয়া নিয়েই সময় কেটেছে। কথোপকথনের মাঝে খালেদা জিয়া পাকিস্তানের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সম্পর্কেও জানতে চান।

ভবিষ্যতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে আরও স্বাভাবিক ও কার্যকর করার বিষয়ে প্রতিনিধি দল আশাবাদ ব্যক্ত করেছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, “বাংলাদেশ নির্বাচনমুখী সময়ে রয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। দেশের সামনে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে- পাকিস্তানের প্রতিনিধিরা এ আশা ব্যক্ত করেছেন।”


বাংলাধারা/এসআর