ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০১, ২০২৫, ১০:১৯ রাত  

ছবি: সংগৃহিত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মাত্র দুই দিনের ব্যবধানে নতুন করে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের তথা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা। এর আগে সোমবারই এই মানের সোনা বেচাকেনা হয়েছিল এক লাখ ৭৪ হাজার ৩১৮ টাকায়। অর্থাৎ ভরিপ্রতি বেড়েছে এক হাজার ৪৭০ টাকা।

নতুন দামের তালিকা

  • ২২ ক্যারেট সোনা (প্রতি ভরি): ১,৭৫,৭৮৮ টাকা
  • ২১ ক্যারেট সোনা (প্রতি ভরি): ১,৬৭,৭৯৮ টাকা
  • ১৮ ক্যারেট সোনা (প্রতি ভরি): ১,৪৩,৮২৮ টাকা
  • সনাতন পদ্ধতির সোনা (প্রতি ভরি): ১,১৯,০৪২ টাকা

অন্যদিকে, রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

  • ২২ ক্যারেট রুপা (প্রতি ভরি): ২,৮১১ টাকা
  • ২১ ক্যারেট রুপা (প্রতি ভরি): ২,৬৮৩ টাকা
  • ১৮ ক্যারেট রুপা (প্রতি ভরি): ২,২৯৮ টাকা
  • সনাতন পদ্ধতির রুপা (প্রতি ভরি): ১,৭২৬ টাকা

এর আগে গত ৩০ আগস্টও সোনার দাম সমন্বয় করেছিল বাজুস, যা কার্যকর হয় ৩১ আগস্ট থেকে।


বাংলাধারা/এসআর