বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা, ছাড়াল ৩১ বিলিয়ন ডলার
প্রকাশিত: সেপ্টেম্বর ০২, ২০২৫, ১০:১২ রাত

ছবি: সংগৃহিত
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২ সেপ্টেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার (৩১,৩৮৮.১২ মিলিয়ন ডলার)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেখা যায়, আইএমএফের নির্ধারিত হিসাব পদ্ধতি (বিপিএম-৬) অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।
এর আগে ২৭ আগস্ট রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৩১ দশমিক ০৩ বিলিয়ন ডলার, আর বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৬ দশমিক ৩১ বিলিয়ন ডলার। তারও আগে ২১ আগস্ট গ্রস রিজার্ভ ছিল ৩০ দশমিক ৮৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ২৫ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।
২০২১ সালের আগস্টে বাংলাদেশ প্রথমবারের মতো ইতিহাস গড়ে ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছিল। তবে পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা, অর্থ পাচার ও আমদানি ব্যয়ের চাপ বাড়ায় রিজার্ভ ক্রমাগত কমে আসে। আওয়ামী লীগ সরকারের পতনের আগে গত জুলাই শেষে তা নেমে গিয়েছিল মাত্র ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।
বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলেছে। অর্থ পাচারে কঠোর নিয়ন্ত্রণ, হুন্ডি কার্যক্রমে উল্লেখযোগ্য হ্রাস এবং প্রবাসী আয় বৃদ্ধির ফলে ডলার প্রবাহ আবারও শক্তিশালী হচ্ছে।
২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২৭ শতাংশ, যা দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে। চলতি অর্থবছরের ২০ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৪১২ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৬০ শতাংশ বেশি।
অর্থনীতিবিদরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও স্থিতিশীল হবে এবং আমদানি ব্যয় নির্বিঘ্নে মেটানো সম্ভব হবে।
বাংলাধারা/এসআর