ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

ডাকসু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০২:২১ দুপুর  

ছবি: সংগৃহিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপাতদৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুষ্ঠু মনে হলেও সেখানে রাজনৈতিক দলগুলোর শক্তি প্রদর্শন স্পষ্টভাবে দেখা গেছে। তার আশঙ্কা, একই চিত্র জাতীয় নির্বাচনেও দেখা যেতে পারে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “নির্বাচনপূর্ব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সংস্কার প্রক্রিয়া এখনো চূড়ান্ত করা যায়নি। প্রশাসনকে নিয়ন্ত্রণে আনার প্রবণতা এখনও বহাল রয়েছে।”

তিনি আরও যোগ করেন, “বিগত সরকারের আমলের মতো এখনো বিভিন্ন এজেন্সি রাজনীতিকে নিয়ন্ত্রণ কিংবা প্রভাবিত করার চেষ্টা করছে।”

বাংলাধারা/এসআর