ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

বাজারে অস্থিরতা, সবজির দাম উচ্চেই, মাছ-মুরগিতেও চাপ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০২:১৭ দুপুর  

ছবি: সংগৃহিত

রাজধানীর বাজারগুলোতে নিত্যপণ্যের দামে স্বস্তি আসছে না। আলু ও পেঁপে ছাড়া সব ধরনের সবজি আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মাছ ও মুরগির অতিরিক্ত দাম, যা ভোক্তাদের কষ্ট আরও বাড়িয়েছে। বিশেষ করে ভরা মৌসুমেও ইলিশের আকাশচুম্বী দাম বাজারে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, নতুন গোলাকৃতির বেগুন কেজিপ্রতি ১০০ থেকে ১৪০ টাকা, বরবটি, করলা, চিচিঙ্গা ও কচুর লতি ১০০ থেকে ১২০ টাকা, ধুন্দল ৮০-১০০ টাকা এবং ঝিঙে, পটল ও ঢ্যাঁড়স ৮০ টাকার কাছাকাছি দরে বিক্রি হচ্ছে। প্রতিকেজি পেঁপে পাওয়া যাচ্ছে তুলনামূলক কম দামে, ৩৫-৪০ টাকায়। একটি লাউ কিনতে খরচ হচ্ছে ৮০-১০০ টাকা।

শাকসবজির বাজারেও তেমন স্বস্তি নেই। লাল শাক, কলমি ও হেলেঞ্চা শাকের আঁটি ২০ টাকা করে বিক্রি হচ্ছে, তবে পুঁইশাকের আঁটির দাম ৪০-৫০ টাকা।

এদিকে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ১০-২০ টাকা বাড়ায় এখন তা ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ডিমের বাজারে কিছুটা স্বস্তি মিলেছে, প্রতিডজন ব্রয়লার ডিম বর্তমানে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় ৫-১০ টাকা কম।

চালের বাজারও উচ্চ দামে স্থিতিশীল। মিনিকেট চাল কেজিপ্রতি ৭২-৮৫ টাকা, নাজিরশাইল ৭৫-৯৫ টাকা, ব্রি-২৮ চাল ৬২ টাকা এবং মোটা স্বর্ণা চাল ৫৮-৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

সবচেয়ে বেশি আলোচনায় আছে ইলিশের দাম। ভরা মৌসুমেও বাজারে এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২,৪০০-২,৫০০ টাকায়। ৫০০-৭০০ গ্রাম ইলিশ মিলছে প্রায় ১,৫০০ টাকায়, এক কেজির কাছাকাছি ওজনের জন্য খরচ করতে হচ্ছে ১,৮০০-২,০০০ টাকা। বড় ইলিশ (২ থেকে ২.৫ কেজি) কিনতে গুনতে হচ্ছে ৩,০০০-৩,৫০০ টাকা।

অন্য মাছের বাজারেও চাপ রয়েছে। কোরাল বিক্রি হচ্ছে ৮০০-৯০০ টাকা, আইড় ৬০০-৭৫০ টাকা, আর চিংড়ি আকারভেদে ৭৫০ থেকে ১,২০০ টাকায়। ছোট চিংড়ির কেজি ১,০০০-১,২০০ টাকা। দেশি মাছের মধ্যে রুই ও কাতলা ৩৫০-৪৫০ টাকা, পাবদা ৪০০-৬০০ টাকা, শিং ৪০০-৫০০ টাকা, টেংরা ৬০০-৭০০ টাকা, পুঁটি ২০০-২৫০ টাকা, সরপুঁটি ৩০০-৪৫০ টাকা, তেলাপিয়া ২৫০-৩০০ টাকা, নাইলোটিকা ২২০-২৮০ টাকা, কৈ ২০০-২২০ টাকা, আর পাঙাস ও সিলভার কার্প ২৫০-২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সব মিলিয়ে রাজধানীর বাজারে সবজি, মাছ, মুরগি ও চালের দামে ভোক্তাদের নাভিশ্বাস উঠেছে। কেবল ডিম ও পেঁপের দামে সামান্য স্বস্তি মিলছে ক্রেতাদের জন্য।

বাংলাধারা/এসআর