ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

অনেক চাপ, তবু অর্থনৈতিক স্থিতি আছে : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ০৭, ২০২৫, ০৩:২০ দুপুর  

ছবি: সংগৃহিত

অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ এখনো স্বস্তির অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিশ্বব্যাংক সম্প্রতি জানিয়েছে দেশে দারিদ্র্যের হার বেড়ে গেছে। এ প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, “আমি তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না। দারিদ্র্য মাপার নানা পদ্ধতি আছে, যেগুলো নিয়ে আমার অনেক বক্তব্য দেওয়ার আছে। পাঁচ হাজার লোককে টেলিফোন করে ইন্টারভিউ নিলেই বলা হচ্ছে দারিদ্র্য বেড়েছে, এগুলো কতটা নির্ভরযোগ্য, সেটি প্রশ্নসাপেক্ষ।” তবে তিনি স্বীকার করেন, চ্যালেঞ্জ অবশ্যই আছে, কিন্তু সেটিকে অতিরঞ্জিত করার প্রয়োজন নেই।

অর্থনীতির সামগ্রিক অবস্থা নিয়ে তিনি বলেন, “অর্থনৈতিক দিক দিয়ে আমরা স্বস্তিতে আছি। সে কারণেই কিছুটা আত্মবিশ্বাসীভাবে এগোতে পারছি। তবে অন্য খাতের বিষয়ে এখনই মন্তব্য করব না।”

মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, আগে যেখানে ১১-১৪ শতাংশের মধ্যে ছিল, এখন সেটি কমে ৮ শতাংশে এসেছে। তার ভাষায়, “আমাদের বেসটাই খারাপ ছিল। সেটা নামানো খুব কঠিন ছিল। তারপরও আমরা নিয়ন্ত্রণে এনেছি। এখন খাদ্য ও ননফুড, দুটোই কমাতে চাইছি। তবে ননফুড খাতে পরিবহন, জ্বালানি ও বিদ্যুতের মতো বিষয় আছে, যেগুলো কঠিন চ্যালেঞ্জ।”

চীন থেকে ২০টি ফাইটার জাহাজ কেনার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। সাংবাদিকরা একাধিকবার চাপ দিলে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, “সবকিছু জানলেও সবসময় বলা যায় না।”

আইএমএফ, বিশ্বব্যাংক ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি জানান, এবার ওয়াশিংটন সফরে নতুন কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হবে না। “যা আছে, সেটিই ফলোআপ হবে। বিশ্বব্যাংকের সঙ্গে দুটো এগ্রিমেন্ট সই হবে। তবে বড় নীতিগত সিদ্ধান্ত নতুন সরকার আসার পরই নেওয়া হবে।”

মার্কিন শুল্ক প্রসঙ্গে তিনি বলেন, “এটি ইতোমধ্যে কার্যকর হয়েছে। আমরা চার বিলিয়ন ডলার সার্বিকভাবে শো করে দিয়েছি।”

নতুন পে-স্কেল প্রসঙ্গে তিনি আপাতত কোনো স্পষ্ট বক্তব্য দেননি, শুধু বলেছেন, “সেটা পরে একসময় জানানো হবে।”

এছাড়া নির্বাচন কমিশনের জন্য বডি ক্যামেরা কেনার বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য না করলেও ইঙ্গিত দিয়ে বলেন, “এখন বোঝা না গেলেও পরে বিষয়টি স্পষ্ট হবে।”

বাংলাধারা/এসআর