ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

ইসি সচিবের সঙ্গে এনসিপির বৈঠক, শাপলা প্রতীকে অনড় দল

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ১২:৪৫ দুপুর  

ছবি: সংগৃহিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক করেছে। রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টায় তারা ইসি সচিবালয়ে উপস্থিত হন।

ইসি সূত্রে জানা যায়, আজই এনসিপির জন্য প্রতীক বাছাইয়ের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে প্রতীক না বাছাই করলে কমিশন নিজ উদ্যোগে দলটির প্রতীক নির্ধারণ করবে। এর আগে কমিশন নির্বাচন পরিচালনা বিধিমালায় তালিকাভুক্ত ৫০টি প্রতীকের মধ্যে একটি বেছে নিতে দলটিকে চিঠি দিয়েছিল। তবে এনসিপি স্পষ্ট জানিয়ে দিয়েছে,তাদের একমাত্র দাবি ‘শাপলা’।

শাপলা প্রতীক নিয়ে এরই মধ্যে দলটি একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করেছে এবং লিখিতভাবে জানিয়েছে। দলটির নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে এ প্রতীক আদায়ের জন্য তারা রাজপথেও নামবেন। এমনকি প্রতীক না পেলে নির্বাচনে অংশগ্রহণ নিয়েও পুনর্বিবেচনা করা হতে পারে।

দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “শাপলা প্রতীক না দিলে এনসিপি দল হিসেবে ইসির নিবন্ধন নেবে না। ইসি সচিবের আচরণ স্বৈরাচারী। কমিশন চাইলে তালিকাভুক্তির বাইরে গিয়েও শাপলাকে প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে। এ বিষয়ে কোনো আইনি বাধা নেই।” তিনি আরও যোগ করেন, “প্রতীক না দেওয়ার কারণে নির্বাচনে জটিলতা তৈরি হলে তার দায় ইসিকেই নিতে হবে।”

এদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, শাপলা প্রতীক না দিলে বর্তমান নির্বাচন কমিশনের যে কোনো কার্যক্রমেই তারা অনাস্থা জানাবে। তার ভাষায়, “শাপলা প্রতীক না দিয়ে কমিশন স্বেচ্ছাচারিতা করলে আমরা এই কমিশনের কোনো কার্যক্রমকে বৈধ মনে করব না।”

এনসিপি শাপলা প্রতীকে অনড় অবস্থান বজায় রাখায় শেষ মুহূর্তে প্রতীক বণ্টন নিয়ে কমিশনের সঙ্গে দলটির টানাপোড়েন আরও তীব্র আকার ধারণ করেছে।

বাংলাধারা/এসআর