এনসিপি নির্বাচনে শাপলা প্রতীকের জন্য অনড়, বিকল্প নেই: হাসনাত আব্দুল্লাহ
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০২:৩৪ দুপুর

ছবি: সংগৃহিত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীকের জন্য অনড় অবস্থান বজায় রেখেছে। দলটি জানিয়েছে, শাপলা প্রতীকের মাধ্যমে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং অন্য কোনো বিকল্প তাদের কাছে গ্রহণযোগ্য নয়।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠকের পর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “নির্বাচন কমিশন আগের মতোই স্বৈরাচারী আচরণ করছে। বর্তমান কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় সক্ষম নয়। কমিশন অন্য কারো নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।”
এসময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “শাপলা প্রতীকের ব্যাপারে একটি ধূম্রজাল তৈরি করা হয়েছে। জনগণের প্রতীক শাপলা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। আমরা এখনও আশাবাদী, শাপলা প্রতীকের অধিকার এনসিপিরই হবে।” তিনি আরও যোগ করেন, জাতীয় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে কিনা তা এখনও অনিশ্চিত।
এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল সকাল ১১টায় নির্বাচন কমিশনে পৌঁছে। প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে দলের পক্ষ থেকে বলা হয়, শাপলা প্রতীক ছাড়া তারা কোনো প্রতীকে নিবন্ধন নেবেন না। বৈঠকে দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাও উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের তালিকাভুক্ত ৫০টি প্রতীকের মধ্যে বাছাই করার শেষ দিন আজ। নির্ধারিত সময়ের মধ্যে প্রতীক না বেছে নিলে কমিশন নিজস্ব সিদ্ধান্তে এনসিপির জন্য প্রতীক নির্ধারণ করবে।
এনসিপির এই অবস্থান স্পষ্ট করছে, তারা শাপলা প্রতীকের অধিকার নিয়ে কোনো আপস করবে না এবং নির্বাচন অংশগ্রহণের বিষয়েও অনড় থাকবে।
বাংলাধারা/এসআর