জেনেভা ক্যাম্পে সংঘর্ষে ‘ককটেল’ বিস্ফোরণ, তরুণের মৃত্যু
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ১১:৩৫ দুপুর

ছবি: সংগৃহিত
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিক আহমেদ জানান, রাত ৩টা ৪০ মিনিটের দিকে ক্যাম্পে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরিবারের সদস্যরা জানান, ভোরের দিকে ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ চলছিল। এসময় জাহিদ বাসা থেকে বের হলে একটি ককটেল এসে তার মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহিদের পরিবার সূত্রে জানা যায়, তিনি জেনেভা ক্যাম্পের স্থায়ী বাসিন্দা ছিলেন। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট জাহিদ রাজধানীর কল্যাণপুরে একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাধারা/এসআর