ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

নির্বাচন পেছানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৫:৫০ বিকাল  

ছবি: সংগৃহিত

নির্বাচন যাতে নির্ধারিত সময়ে না হয়, সেই চেষ্টা চলছে, এমন অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে বিএনপি একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে কাজ করছে। কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, কিছু রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা দেশের জন্য ভালো নয়।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে বিএনপির উপ-প্রকাশনা কমিটির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত একটি রাজনৈতিক সরকার প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে এমন সরকার না এলে অর্থনীতি, রাজনীতি ও শিক্ষাসহ সব খাত আরও সংকটে পড়বে। তিনি জাতীয় সংস্কার কমিশনের কাজের প্রশংসা করে বলেন, তারা স্বল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করেছে, যা পরিবর্তনের পর প্রয়োজনীয় ছিল।

বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের মৌলিক অধিকার—এসব অর্জনের পেছনেও তার অবদান রয়েছে। খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল সরকারব্যবস্থা থেকে সংসদীয় সরকারব্যবস্থা চালু করেন, মেয়েদের জন্য বিনা খরচে শিক্ষার সুযোগ দেন এবং মহিলা অধিদপ্তর প্রতিষ্ঠা করেন।

তিনি বলেন, তারেক রহমান ২০২২ সালে যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দেন, তা জিয়া ও খালেদা জিয়ার দেওয়া সংস্কারের ধারাবাহিক অংশ। অথচ কিছু মানুষ বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের যা কিছু ভালো হয়েছে, তা বিএনপি ও খালেদা জিয়ার হাত ধরেই হয়েছে। জনগণই বিএনপির শক্তি, আর তাদের হাত ধরেই দেশের গণতন্ত্র আবার ফিরবে।

বাংলাধারা/এসআর