একটি দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৫:৫৯ বিকাল

ছবি: সংগৃহিত
একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দলটির কিছু দাবি-দাওয়া রয়েছে এবং তারা বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের কথা বলছে। তবে সংবিধান অনুযায়ী সরকারপ্রধানের এই ধরনের আদেশ জারির কোনো এখতিয়ার নেই, এটি একমাত্র রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে পড়ে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ইউট্যাব আয়োজিত ‘২৪ জুলাই গণ-অভ্যুত্থান: তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব দেওয়া একটি আবেগপ্রসূত উদ্যোগ। সরকার প্রজ্ঞাপন জারি করতে পারে, কিন্তু সাংবিধানিক আদেশ জারির এখতিয়ার তাদের নেই। রাষ্ট্র আবেগের ওপর চলে না। তবুও বিএনপি প্রস্তাবটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে।”
জাতীয় স্বার্থে দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “জুলাই সনদ জাতীয় ঐক্যের প্রতীক। এ নিয়ে মতপার্থক্য থাকলেও সবাইকে একটি জায়গায় আসতে হবে। গণতান্ত্রিক চেতনায় ঐক্যবদ্ধ হওয়াই এখন সময়ের দাবি।”
নির্বাচনের দিন গণভোট আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, “এই প্রস্তাব বিএনপিই দিয়েছে। জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদের পক্ষে-বিপক্ষে ভোট নেওয়ার কথা বলা হয়েছে। দুটি রাজনৈতিক দল ছাড়া সবাই এই প্রস্তাবে একমত হয়েছে।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন বা আইনি জটিলতা সৃষ্টি হতে পারে—এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। তাই অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, তারা যেন সংবিধান বহির্ভূত কোনো সাংবিধানিক আদেশ জারি না করে।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “জনগণই দেশের মালিক। তাদের রায়ই চূড়ান্ত। জনগণের ইচ্ছাই যদি জুলাই সনদের পক্ষে যায়, তাহলে কাগুজে কোনো আদেশ বা প্রজ্ঞাপনের গুরুত্ব তেমন থাকবে না।”
দেশের ভবিষ্যৎ উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “অর্থনৈতিক উন্নতির পাশাপাশি আমাদের মানসিক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন প্রয়োজন। কেবল কাঠামোগত সংস্কার নয়, মানসিক সংস্কারও অপরিহার্য। না হলে কোনো সংস্কারই বাস্তবে রূপ নেবে না।”
তিনি আশা প্রকাশ করেন, জুলাই সনদকে ঘিরে চলমান আলোচনা ও ঐক্য প্রচেষ্টা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন দিগন্ত উন্মোচন করবে।
বাংলাধারা/এসআর