ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ০২, ২০২৫, ০৩:১৭ দুপুর  

ছবি: সংগৃহিত

সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়িয়ে দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দলের যৌথসভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “৭ নভেম্বর আমাদের কাছে যেমন একটি ঐতিহাসিক দিন, তেমনি গোটা জাতির জন্যও এটি গভীর তাৎপর্যপূর্ণ। আজকের রাজনৈতিক বাস্তবতায় মানুষ অনিশ্চয়তা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছে। দেশের শত্রুরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, তারা সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।”

তিনি বলেন, “যত সময় যাচ্ছে, ততই দেশে একটা পরিকল্পিত নৈরাজ্য তৈরির অপচেষ্টা চলছে। সবচেয়ে দুঃখজনক হলো, সোশ্যাল মিডিয়ায় নানা ভুয়া তথ্য, বিভ্রান্তিকর পোস্ট ও প্রোপাগান্ডার মাধ্যমে মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা হচ্ছে। এসবের লক্ষ্য শুধু বিভ্রান্তি নয়, বরং দেশের স্থিতিশীলতা নষ্ট করা।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “জাতিকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রোপাগান্ডার জালে না পড়ে আমাদের সবাইকে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান, দেশের মানুষকে সচেতন করতে ও বিভ্রান্তি প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য।

বাংলাধারা/এসআর