ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

ধর্মের নামে ব্যবসা করে যারা, তারাই নারীদের ঘরে আটকে রাখতে চায়: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০১:৩৩ দুপুর  

ছবি: সংগৃহিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্মের অপব্যবহার করে যারা নিজেদের ব্যবসা ও রাজনীতি চালায়, তারাই নারীদের ঘরের ভেতর সীমাবদ্ধ রাখতে চায়। তাদের উদ্দেশ্য, নারীর কর্মঘণ্টার সীমাবদ্ধতা তৈরি করে কর্মসংস্থান সংকুচিত করা, যাতে প্রতিষ্ঠান মালিকেরা নারীদের কাজ না দেন এবং নারীরা ঘরের বাইরে বের হতেও নিরুৎসাহিত হন।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীতে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মানের প্রতিরোধে’ মৌন মিছিলে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য নারীর অগ্রাধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর নিরাপত্তা এবং সমানাধিকারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা জরুরি। তিনি বলেন, “ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য নয়, এই দেশ সবার, সবারই সমান অধিকার রয়েছে।”

মৌন মিছিলকে ‘প্রতিবাদের ভাষা’ উল্লেখ করে তিনি জানান, এতে অংশ নিয়েছেন ’৭১-এর বীরাঙ্গনাদের উত্তরসূরি এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরসূরিরা। তিনি বলেন, “বিগত সময়ে দেশে যে নারীর প্রতি নির্যাতন হয়েছে, অনেক ক্ষেত্রেই বিচার হয়নি। অপরাধীরা আইনকে পাশ কাটিয়ে বেরিয়ে গেছে।”

জুলাই সনদ প্রসঙ্গে সালাহউদ্দিন জানান, বৃহস্পতিবার একটি আদেশ জারি হয়েছে। বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, “জুলাই জাতীয় সনদ আমরা যে শর্তে স্বাক্ষর করেছি, তা পূর্ণাঙ্গভাবে মানব। তবে এর বাইরে কোনো অযৌক্তিক চাপ বা জবরদস্তিমূলক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে আমরা পর্যালোচনা করব, কী করব। সংবিধান সংস্কারের নামে কোনো জোরপূর্বক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।”

বাংলাধারা/এসআর