ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

জরুরি বৈঠকে বসছে বিএনপি, রাতে জাতীয় স্থায়ী কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৪:১১ দুপুর  

ছবি: সংগৃহিত

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টায়।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার বিষয়টি গুরুত্ব পেতে পারে। এরই অংশ হিসেবে গত বুধবার (১৭ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে বিএনপি। আগামী শনিবার (২০ ডিসেম্বর) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পূর্বঘোষিত দুটি কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। শুক্রবার বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি স্থগিত করা হয়েছে। একইভাবে বিকেল ৪টায় কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচিও বাতিল করা হয়েছে।

শায়রুল কবির খান জানান, পরিস্থিতির প্রেক্ষাপটে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাধারা/এসআর