তীব্র গরম বয়স বাড়িয়ে দেয়: নতুন গবেষণা
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৩:৩১ দুপুর
_20250830153105_original_36.webp)
ছবি: সংগৃহিত
শুধু অস্বস্তি নয়, তীব্র গরম বা হিটওয়েভ মানুষের শরীরের ভেতর নীরবে ঘটিয়ে চলেছে ভয়াবহ পরিবর্তন। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত গরমে দীর্ঘ সময় ধরে থাকার প্রভাব মানুষের বার্ধক্য প্রক্রিয়াকে দ্রুততর করে তুলতে পারে।
খ্যাতনামা বৈজ্ঞানিক জার্নাল ন্যাচার ক্লাইমেট চেঞ্জ-এ প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, হিটওয়েভের ক্ষতিকর প্রভাব ধূমপান, মদ্যপান, অস্বাস্থ্যকর খাবার কিংবা শারীরিক অনুশীলনের অভাবের মতোই ভয়ংকর।
তাইওয়ানের ২৫ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের ওপর টানা ১৫ বছরের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, গরমে থাকার ফলে মানুষের জৈবিক বয়স (biological age) স্বাভাবিক সময়ের তুলনায় দ্রুত বাড়ে। ফলাফলে দেখা যায়, টানা দুই বছরে মাত্র চার দিন অতিরিক্ত হিটওয়েভে আক্রান্ত হলে একজন মানুষের জৈবিক বয়স গড়ে নয় দিন বাড়ে। বাইরে শ্রমমূলক কাজে নিয়োজিত মানুষের ক্ষেত্রে এ প্রভাব আরও তীব্র; তাদের জৈবিক বয়স একই সময়ে প্রায় ৩৩ দিন পর্যন্ত বেড়ে যায়।
গবেষকদের মতে, ডিএনএ ক্ষতি, শরীরে অক্সিডেটিভ স্ট্রেস, প্রদাহ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গে চাপ সৃষ্টির মাধ্যমেই এ পরিবর্তন ঘটে। যদিও মানুষ ধীরে ধীরে গরমের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে- যেমন ছায়ায় অবস্থান, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার, তবুও ক্ষতির প্রভাব পুরোপুরি এড়ানো যায় না।
এ গবেষণায় আরও বলা হয়েছে, হিটওয়েভ শুধু তাত্ক্ষণিক মৃত্যুর ঝুঁকি বাড়ায় না, বরং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ক্ষতি ও দ্রুত বার্ধক্যের এক নীরব চালক হিসেবে কাজ করে। বিশেষ করে প্রবীণ, নিম্নআয়ের মানুষ ও কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর ওপর এর প্রভাব সবচেয়ে তীব্র।
গবেষকদের সতর্কবার্তা স্পষ্ট-তীব্র গরমকে আর কেবল এক মৌসুমি অসুবিধা ভেবে অবহেলা করা যাবে না। এটি মানবস্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদি ঝুঁকি এবং দ্রুত বার্ধক্যের অন্যতম কারণ হয়ে উঠছে।
বাংলাধারা/এসআর