ঢাকা, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

হাত-পা সবসময় ঘামে-কঠিন রোগের লক্ষণ নাকি সাধারণ সমস্যা?

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৩, ২০২৫, ০২:৪৩ দুপুর  

ছবি: সংগৃহিত

অনেকেরই এমন অভিজ্ঞতা আছে,পরীক্ষার সময়, লিখতে বসলে কিংবা সামান্য নার্ভাস হলেই হাতের তালু ভিজে যায় ঘামে। কারও ক্ষেত্রে আবার পায়ের তালুও একইভাবে ঘেমে যায়। বিষয়টি শুধু গরমকালে নয়, শীতকালেও দেখা দিতে পারে। ফলে অনেকের মনেই প্রশ্ন জাগে, এটা কি আসলেই কোনো বড় অসুস্থতার লক্ষণ?

ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মারুফা মোস্তারী জানিয়েছেন, হাত-পা ঘামার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে অন্যতম হলো ভিটামিনের ঘাটতি ও থাইরয়েড হরমোনের অসামঞ্জস্য। বিশেষ করে শরীরে থাইরয়েড হরমোনের মাত্রা বেড়ে গেলে হাত-পায়ের তালুতে স্বাভাবিকের তুলনায় বেশি ঘাম হতে পারে।

তবে শুধু হাত-পা ঘামলেই যে থাইরয়েডের সমস্যা আছে, তা নয়। কিন্তু এর সঙ্গে যদি হঠাৎ ওজন কমে যাওয়া, অতিরিক্ত ক্ষুধা বেড়ে যাওয়া কিংবা বুক ধড়ফড় করার মতো উপসর্গ দেখা দেয়, তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত। এ ধরনের লক্ষণ থাইরয়েডজনিত সমস্যার ইঙ্গিত বহন করতে পারে।

সেক্ষেত্রে করণীয় হলো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া। প্রয়োজনে কিছু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সমস্যার মূল কারণ বের করতে হবে। তারপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিলে সমস্যার সমাধান সম্ভব।

অর্থাৎ, হাত-পা ঘামা সবসময় ভয় পাওয়ার মতো কোনো কঠিন রোগের লক্ষণ নয়। তবে নিয়মিত হলে এবং এর সঙ্গে অন্য উপসর্গও থাকলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো উপায়।

বাংলাধারা/এসআর