ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০১:৫২ দুপুর  

ছবি: সংগৃহিত

ভালো গন্ধ শুধু অন্যকে আকর্ষণ করে না, এটি নিজের আত্মবিশ্বাসও বাড়ায়। তাই অনেকেই প্রতিদিন পারফিউম ব্যবহার করেন। কিন্তু বাজারে অসংখ্য ব্র্যান্ড ও সুবাসের ভিড়ে নিজের জন্য নিখুঁত পারফিউম বেছে নেওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। পারফিউম বিশেষজ্ঞ ক্যাটেরিনা কাতালানি জানাচ্ছেন কিছু সহজ ও কার্যকর কৌশল, যা অনুসরণ করলে আপনি নিজের জন্য সঠিক সুবাস খুঁজে পেতে পারবেন।

কেন পারফিউম বাছাই জরুরি?

প্রত্যেকের ব্যক্তিত্ব আলাদা, সেই সঙ্গে পছন্দের গন্ধও ভিন্ন। কেউ হয়তো হালকা ফুলেল সুবাস পছন্দ করেন, কেউ আবার মসলাদার বা কাঠের ঘ্রাণে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ক্যাটেরিনা বলছেন, পারফিউম শুধু ঘ্রাণ নয়, এটি আপনার মেজাজ, স্টাইল এবং আত্মপরিচয়ের একটি অংশ। কখনো কখনো কোনো সুবাস আমাদের প্রিয় স্মৃতি বা আবেগের সঙ্গে ও জড়িয়ে থাকে। তাই পারফিউম নির্বাচনকে হালকা করে দেখার সুযোগ নেই।

সঠিক পারফিউম বাছাই করার সহজ কৌশল

১. ত্বকে ব্যবহার করে পরীক্ষা করুন
অনেকেই দোকানে গিয়ে বোতলের মুখ থেকে গন্ধ শুঁকে সিদ্ধান্ত নেন, যা ভুল পদ্ধতি। পারফিউমের আসল চরিত্র বোঝার জন্য এটি আপনার ত্বকের সঙ্গে মিশে কেমন গন্ধ ছড়ায়, তা পরীক্ষা করা জরুরি।
পরামর্শ: হাতে বা কব্জিতে স্প্রে করে কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর ঘ্রাণ কেমন লাগে, তা বোঝে সিদ্ধান্ত নিন।

২. একটির মধ্যে আটকে থাকবেন না
একই পারফিউমের মধ্যে সীমাবদ্ধ না থেকে ভিন্ন ভিন্ন ঘ্রাণও ব্যবহার করুন। একেক দিন, একেক মেজাজ বা পরিবেশ অনুযায়ী আলাদা সুবাস আপনার ব্যক্তিত্বের ভিন্ন দিক ফুটিয়ে তুলতে পারে।

৩. ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে নির্বাচন করুন
পারফিউম আপনার ‘স্টেটমেন্ট’ হিসেবে কাজ করে। শান্ত স্বভাবের জন্য হালকা, ফুলেল সুবাস মানানসই, আবার প্রাণবন্ত ও সাহসী ব্যক্তির জন্য গাঢ় বা মসলাদার ঘ্রাণ ভালো মানায়।

৪. চুলের জন্য আলাদা পারফিউম
অনেকেই চুলেও পারফিউম ব্যবহার করেন। তবে ঘ্রাণ যাচাই করা জরুরি, কারণ চুলে দেওয়া পারফিউমের সুবাস আশপাশের মানুষদের কাছে পৌঁছায়।

পারফিউম কেনার আগে খেয়াল রাখবেন

দীর্ঘস্থায়ী সুবাস চাইলে: এসেনসিয়াল অয়েল বেশি থাকা পারফিউম বেছে নিন।

দাম কমাতে চাইলে: অ্যালকোহল বেশি থাকা পারফিউমও সহজলভ্য, তবে ঘ্রাণ দ্রুত উড়ে যায়।

অ্যালার্জি পরীক্ষা করুন: উপাদানগুলো যাচাই করুন, ত্বক বা নাকে কোনো অ্যালার্জি আছে কি না।

ব্র্যান্ডেড পারফিউম: টেস্টার ব্যবহার করে আগে ঘ্রাণ পরীক্ষা করুন।

পারফিউম বেছে নেওয়া মানে শুধু সুন্দর গন্ধ খুঁজে বের করা নয়, এটি আপনার ব্যক্তিত্ব ও স্বতন্ত্র পরিচয়ের প্রতিফলন। তাই সময় নিয়ে, নিজের পছন্দ ও বৈশিষ্ট্য বুঝে পারফিউম নির্বাচন করুন। সঠিক পারফিউম শুধু শরীরে নয়, আপনার আত্মবিশ্বাসেও এক অনন্য সুবাস ছড়িয়ে দেবে।

বাংলাধারা/এসআর