গণভোটে ‘না’ বলার সুযোগ কোথায়? প্রশ্ন তুলেছেন রিজভী
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০২:০৭ দুপুর
ছবি: সংগৃহিত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার (১৫ নভেম্বর) প্রশ্ন তুলেছেন, গণভোটের চারটি প্রশ্নের যেকোনো একটির সঙ্গে দ্বিমত থাকলে সাধারণ মানুষের ‘না’ বলার সুযোগ কোথায়।
রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি এ প্রশ্ন তোলেন।
রিজভী বলেন, “গোঁজামিল দিয়ে কিছু করা গেলেও তা কখনো স্থায়ী হয় না। যদি ৯০ ভাগ মানুষ গণভোটের উদ্দেশ্য ঠিকভাবে বুঝতে না পারে, তারা সেই অজ্ঞতার মধ্যেই থেকে যাবে। গণভোটের প্রশ্নমালা সাধারণ মানুষের বোধগম্যতার ভিত্তিতে তৈরি করা প্রয়োজন। এখন চারটি প্রশ্নের কোনোটিতেই ‘না’ বলার অপশন নেই। যদি কোনো প্রশ্নে মতভেদ থাকে, মানুষ তা কীভাবে প্রকাশ করবে, গণভোটে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেই।”
এর আগে সকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল আফরোজা নিজামীকে শ্যামলীর পিসি কালচার হাউজিংয়ে দেখতে যান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজভী। অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন শিল্পীর হাতে বিশেষ চিকিৎসা সহায়তা তুলে দেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় বেতার অনুষ্ঠান ও নাটকে আফরোজা নিজামীর কণ্ঠ ভেসে উঠত। তার সেই কণ্ঠ আজও অনেকের শৈশবের স্মৃতিতে জেগে আছে।
বাংলাধারা/এসআর
