ঢাকা, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

রাজধানীতে আবাসিক হোটেল থেকে বাবা-মা ও ছেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুন ২৯, ২০২৫, ০৭:০৫ বিকাল  

প্রতিকী ছবি

রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) বিকেলে তাদের লাশ উদ্ধার করা হয়।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক জানান, মৃতরা হলেন স্বামী-স্ত্রী ও তাদের ছেলে। চিকিৎসার জন্য তারা শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ঢাকায় আসেন এবং মগবাজারের ‘সুইট স্লিপ’ হোটেলে ওঠেন।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, শনিবার তারা কোনো চিকিৎসককে দেখাতে পারেননি। সেদিন রাতেই মগবাজারের একটি রেস্তোরাঁ থেকে খাবার আনিয়ে হোটেল কক্ষে খান। এরপর থেকেই তিনজনেই অসুস্থ হয়ে পড়েন।

রোববার দুপুরে অচেতন অবস্থায় তাদের মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি গোলাম ফারুক বলেন, “মৃতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা খাদ্যে বিষক্রিয়ায় মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।”

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


বাংলাধারা/এসআর