ঢাকা, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

উত্তরায় হোটেল দখলের চেষ্টা, ‘মব’ সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ০৭:৩৮ বিকাল  

ছবি: সংগৃহিত

রাজধানীর উত্তরা এলাকায় ‘হোটেল মিলিনা’ নামের একটি আবাসিক হোটেল দখলের চেষ্টা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

র‍্যাব-১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার দুপুরে শফিক মোল্লার নেতৃত্বে একদল ব্যক্তি হোটেলটির বর্তমান মালিক আনোয়ার হোসেনের সঙ্গে পূর্বের ব্যবসায়িক বিরোধের জেরে জোরপূর্বক হোটেলটি দখলের চেষ্টা চালায়। ওই সময় অন্তত ১০টি মোটরসাইকেলে চড়ে ২৪ জনের একটি দল হোটেলের সামনে জড়ো হয়ে ‘মব’ তৈরি করে।

র‍্যাব জানায়, ঘটনাস্থলে উপস্থিত র‍্যাব-১-এর একজন গোয়েন্দা সদস্য দূর থেকে ভিডিও ও ছবি ধারণের চেষ্টা করলে দখলকারীরা তাকে ঘিরে ফেলে এবং ছবি তুলতে বাধা দেয়। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে র‍্যাব ও উত্তরা পূর্ব থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযুক্তদের মধ্যে সাজ্জাদ হোসেন, শফিক মোল্লা, আরিফুল ইসলাম, তন্ময় হোসেন শাওন, রবিউল ইসলাম, আনোয়ার হোসেন আশিক, সাইফুল ইসলাম সাগর, জালাল খান এবং মো. আমিরকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পূর্ব থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে। মামলার পর রবিবার আদালতে তোলা হলে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় আরও যারা জড়িত, তাদের চিহ্নিত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।


বাংলাধারা/এসআর