ঢাকা, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

পুরান ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল শিক্ষার্থী তানিমের

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ০২, ২০২৫, ১০:৫১ রাত  

ছবি: প্রতিকী

পুরান ঢাকার মাকুরশাহ মাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত মোরশেদ আলম তানিম (১৮) নামের এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তানিম এ বছর বংশাল আহমেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন।

পুলিশ ও পরিবারের ভাষ্য, সোমবার রাত সাড়ে ১১টার দিকে নাজিম উদ্দিন রোডের মাকুরশাহ মাজারের সামনে তানিমের গতিরোধ করে দুই ছিনতাইকারী। তারা তার মোবাইল ফোন ছিনিয়ে নিতে চাইলে বাধা দেয় তানিম। তখন ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পথচারীরা প্রথমে তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে বাসায় নেওয়া হয়। কিন্তু মঙ্গলবার বিকেলে ফের অসুস্থ হয়ে পড়লে তাকে আবার ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

তানিমের বাবা তারেক ফিরোজ আলম জানান, আহত অবস্থায় ছেলের কাছ থেকে পুরো ঘটনা শুনেছিলেন। তিনি বলেন, “ছিনতাইকারীরা মোবাইল নিতে চেয়েছিল। তানিম দিতে না চাইলে তাকে ছুরি মারে। আমাদের সব শেষ হয়ে গেল।”

তানিমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বামনী গ্রামে। বর্তমানে পরিবারটি বংশালের নূর বক্স লেনে বসবাস করছে। দুই বোন, এক ভাইয়ের মধ্যে তানিম ছিলেন সবার বড়। তাকে গ্রামের বাড়িতেই দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।

চকবাজার থানার ওসি সৈয়দ আশরাফুজ্জামান বলেন, “ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী মৃত্যুর খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।”

তানিমের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


বাংলাধারা/এসআর