ঢাকার আকাশে কুয়াশার পর মেঘের আবরণ
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:১৪ দুপুর

ছবি: সংগৃহিত
রাজধানী ঢাকার আকাশে শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে হালকা কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা মিলিয়ে যায়। তবে কুয়াশা কেটে যাওয়ার পর আকাশে মেঘের উপস্থিতি বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সারাদিন মেঘের আনাগোনা থাকবে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান সকালে গণমাধ্যমকে জানান, বর্ষাকালে অনেক সময় রাতের আকাশ পরিষ্কার থাকলেও ভোরে কুয়াশার মতো পরিস্থিতি তৈরি হয়। ঢাকায় আজ ভোরের হালকা কুয়াশাও তারই অংশ। ইতোমধ্যেই শহরের কিছু এলাকায় গুমোটভাব লক্ষ্য করা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা থেকে দেশের আটটি বিভাগ- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আগামী রোববার (২১ সেপ্টেম্বর) ও সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু জায়গাতেও বৃষ্টি নামবে। দুই দিনে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পরের দিন মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও বরিশালের কিছু অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণও হতে পারে। তবে ওই সময় তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাধারা/এসআর