গুলশানে সাবেক মন্ত্রীর ছেলে শাহেদ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১০:১৮ দুপুর

ছবি: সংগৃহিত
সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-১ এলাকার একটি বাসায় কাউন্টার টেররিজম ইউনিট ও স্থানীয় থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। বর্তমানে তিনি গুলশান থানায় অবস্থান করছেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার শাহেদকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি আরও বলেন, শাহেদের বিরুদ্ধে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। এছাড়া মিরপুর মডেল থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলারও আসামি তিনি।
বাংলাধারা/এসআর