ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

জবি ছাত্রদল নেতা খুন, প্রেমঘটিত কারণে হত্যার অভিযোগে তরুণ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৫:১৯ বিকাল  

ছবি: সংগৃহিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে রাজধানীর বংশাল থানা পুলিশ মাহির রহমান নামের ওই তরুণকে গ্রেপ্তার করে।

এর আগে রোববার (১৯ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে পুরান ঢাকার বাসায় টিউশনি করতে যাওয়ার পথে ছুরিকাঘাতে খুন হন জোবায়েদ। পরে রাত ১০টা ৫০ মিনিটের দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রেমঘটিত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে বার্জিস শাবনাম বর্ষা নামের এক তরুণী স্বীকার করেছেন, তার সঙ্গে অভিযুক্ত মাহিরের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্প্রতি সম্পর্ক ভেঙে গিয়ে বর্ষা জানায়, সে জোবায়েদকে পছন্দ করে। যদিও জোবায়েদের সঙ্গে বর্ষার সরাসরি কোনো প্রেমের সম্পর্ক ছিল না।

ওসি বলেন, “বর্ষার সঙ্গে মাহির রহমানের প্রায় নয় বছরের সম্পর্ক ছিল। চতুর্থ শ্রেণি থেকে তারা একে অপরকে পছন্দ করত। কিন্তু বর্ষা যখন জানায় সে জোবায়েদকে পছন্দ করে, তখন ক্ষোভে মাহির তার এক বন্ধুকে নিয়ে জোবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করে।”

তিনি আরও জানান, “বর্ষার জিজ্ঞাসাবাদে আমরা কোনো ধরনের হতাশা, কান্না বা নার্ভাসনেস পাইনি। শুরু থেকে শেষ পর্যন্ত তাকে চিন্তামুক্ত মনে হয়েছে। তবে ঘটনাটি আমরা আরও গভীরভাবে তদন্ত করছি।”

ঘটনার দিন বাসার নিচতলা থেকে তৃতীয় তলার সিঁড়ি পর্যন্ত রক্তের দাগ পাওয়া যায়। তৃতীয় তলার সিঁড়িতেই পড়ে ছিল জোবায়েদের নিথর দেহ। ঘটনার পর রাত ১১টার দিকে পুলিশ বর্ষাকে নিজ বাসা থেকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।

বাংলাধারা/এসআর