মিরপুরে বাসে আগুন, উত্তরায় মাইক্রোবাসেও অগ্নিকাণ্ড - শহরজুড়ে আতঙ্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৪:০৬ দুপুর
ছবি: সংগৃহিত
রাজধানীতে আবারও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। হঠাৎ আগুনের ঘটনায় আশপাশের মানুষজন আতঙ্কে চারদিকে ছুটোছুটি শুরু করে দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে কয়েকজন যুবক দ্রুত এসে বাসটিতে আগুন দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাসের ভেতর। স্থানীয়রা চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত সরে পড়ে যায়।
ডিএমপি শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মো. রিপন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আগুনের উৎস এবং জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।” তিনি আরও জানান, আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে সকালেই রাজধানীর উত্তরার জসীম উদ্দীন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন ওভারহিট বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।” আগুনে মাইক্রোবাসের সামনের অংশ পুড়ে গেলেও কেউ আহত হয়নি।
বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, “এটি কোনো নাশকতার ঘটনা নয়। গাড়ি চলন্ত অবস্থায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়, এরপরই আগুন ধরে যায়। ড্রাইভার নিরাপদে গাড়ি থেকে নেমে যান।”
একদিনে রাজধানীর দুই প্রান্তে এমন দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় নাগরিকদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মিরপুরের ঘটনার কারণ এখনো নিশ্চিত না হলেও পুলিশ বলছে, নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বাংলাধারা/এসআর
