ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

নাটোরে প্রাণ কোম্পানির কারখানা বন্ধ

নিউজ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৩:২০ দুপুর  

নাটোরে প্রাণ এগ্রো কোম্পানি লিমিটেডের শ্রমিকদের বিক্ষোভের মুখে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রমিকদের দাবির বিষয়ে কোম্পানির এমডি ও শ্রমিকদের সঙ্গে শ্রম মন্ত্রণালয়ের সচিবের আলোচনায় বসার কথা আছে। এর মধ্যে কোম্পানির সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রাণ কর্তৃপক্ষ।

এদিন সকাল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার একডালা এলাকায় প্রাণ এগ্রোর কারখানার ভেতরে বিক্ষোভ চলতে থাকে।

এরপর সন্ধ্যার পরে অর্থনৈতিক দাবি-দাওয়া নিয়ে কোম্পানির এমডির সঙ্গে আলোচনার আশ্বাসসহ সংকট সমাধান না হওয়া পর্যন্ত কোম্পানি বন্ধের ঘোষণা দেওয়া হয়। এরপর বিক্ষোভ বন্ধ করেন শ্রমিকরা। পরে রাত ৮টার দিকে সেনাবাহিনীর সদস্যরা জেনারেল ম্যানেজার (ফ্যাক্টরি) হযরত আলীকে উদ্ধার করে কারখানার বাইরে নিয়ে যান।

মিতা খাতুন নামে এক নারী শ্রমিক বলেন, প্রাণ কোম্পানি আমাদের কথা দিয়েও সেই কথা রাখেনি। তারা বলেছিল ২৫ তারিখের মধ্যে আমাদের সব দাবি মেনে নেবে। কিন্তু আমাদের প্রধান দাবি বেতন বৃদ্ধি (সর্বনিম্ন ১২ হাজার টাকা) তারা মেনে নেয়নি। আমরা আমাদের দাবির কথা তুললেই বলে কোম্পানি বন্ধ করে দেব।

 

তিনি বলেন, এর মধ্যে প্রাণ কোম্পানির সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রাণ কর্তৃপক্ষ। আজকের মতো শ্রমিকরা বিক্ষোভ বন্ধ করেছেন। প্রাণ কোম্পানির কারখানা এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

নাটোর প্রাণ এগ্রো কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) শামীম রেজা জানান, ১ অক্টোবর পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে