ডিএসএ ইউনাইটেড একাডেমির সভাপতি শামসুর রহমান অভিভাবক সদস্য মানিক
নিউজ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ১০:১৮ রাত

রামগঞ্জ উপজেলার দরবেশপুর ডিএসএ ইউনাইটেড একাডেমির এডহক কমিটি আজ রবিবার অনুমোদন হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মোঃ শামসুর রহমান শামিমকে সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামকে পদাধীকার সদস্য সচিব, শিক্ষক প্রতিনিধি আলমগীর কবির ও জাহাঙ্গীর আলম মানিককে অভিভাবক প্রতিনিধি করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক এ কমিটির অনুমোদন দেন।
উক্ত কমিটির প্রতি শুভ কামনা জানিয়ে এলাকাবাসী বলেন, দীর্ঘদিন পর একটি সুন্দর ও গ্রহণযোগ্য কমিটি আমরা পেয়েছি। আশা করছি এ কমিটি শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয়ের মঙ্গল কামনায় নিজেদের মুল্যবান সময় দিবেন বলে আমরা বিশ্বাস করি।