লাখ ডলার ছোঁয়ার পথে বিটকয়েন
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ১১:২৪ রাত
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম বাড়ছে। এই ধারা অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যে ক্রিপ্টোকারেন্সির দাম এক লাখ ডলার ছুঁয়ে ফেলবে।
চলতি বছরে এরইমধ্যে বিটকয়েনের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। আর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এর মূল্য বেড়েছে ৪৫ শতাংশ।
নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর বিটকয়েনের দাম ৯৯ হাজার ৮০০ ডলারে ওঠার পর দাম কিছুটা কমে ৯৯ হাজার ৩৮৩ ডলারে দাঁড়ায়।
এবারের নির্বাচনী প্রচারণাতেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রকে তিনি বিশ্বের ক্রিপ্টো রাজধানী হিসেবে গড়ে তুলবেন। ওই নির্বাচনের পর মার্কিন কর্তৃপক্ষ অনুমোদিত বিটকয়েনভিত্তিক তহবিলগুলোয় ৪০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ হয়েছে।