ঢাকা, শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

গাজায় ৫শ’রও বেশি হামাস স্থাপনায় ইসরাইলের হামলা

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ০৯, ২০২৩, ০৮:২০ সকাল  

ছবি সংগৃহীত

 ইসরাইল গাজায় গত রাতে হামাসের পাঁচশ’রও বেশি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে

ইসরাইলের সামরিক বাহিনী সোমবার এ কথা জানিয়েছে।এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, রাতভর ইসরাইলি বাহিনী গাজায় হামাসের পাঁচশ’রও বেশি স্থাপনায় যুদ্ধ বিমান, হেলিকপ্টার থেকে কামানের গোলা নিক্ষেপ করেছে।সকালেও  হামলা অব্যাহত ছিল। গাজা থেকে ধোঁয়ার কুন্ডলি উড়তে দেখা গেছে।

আরো পড়ুনঃ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই একমাত্র সমাধান: চীন

ইসরাইল হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য রাহি মুশতাহার বাড়িসহ বেশ কিছু উচুঁ ভবন গুঁড়িয়ে দিয়েছে।এছাড়া ইসরাইল হামাসের দুটি ‘অপারেশনাল এসেটস’ ধবংস করেছে। এর একটির অবস্থান ছিল মসজিদে। ইসলামিক জিহাদের একটি স্থাপানাতেও হামলা চালানো হয়েছে।

হামাস শনিবার আকস্মিকভাবে ইসরাইলে সর্বাত্মক হামলা চালায়। এর পরপরই ইসরাইল গাজায় নির্বিচারে গোলা বর্ষণ শুরু করে।