ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজায় ত্রাণ না পৌঁছালে ৪৮ ঘণ্টায় প্রাণ হারাতে পারে ১৪ হাজার শিশু: জাতিসংঘের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৬:৩০ বিকাল  

ছবি: সংগৃহিত

গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে না পারলে আগামী ৪৮ ঘণ্টায় প্রায় ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে- এমনই ভয়াবহ আশঙ্কার কথা জানিয়েছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার।

বিবিসি রেডিও ৪-এর জনপ্রিয় ‘টুডে’ প্রোগ্রামে আন্না ফস্টারের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা হয়তো সময় হারাচ্ছি। প্রতিটি ঘণ্টা গাজায় শিশুদের মৃত্যুর হিসাব বড় করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বড় ধরনের সহায়তা না পৌঁছালে প্রায় ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে।”

টম ফ্লেচার জানান, ইসরায়েলের ১১ সপ্তাহের কঠোর অবরোধ সাময়িকভাবে শিথিল করার পর গত সোমবার মাত্র ৫টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। তবে এই সাহায্য এখনও গাজার ক্ষতিগ্রস্ত জনগণের হাতে পৌঁছায়নি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, মঙ্গলবার অন্তত ১০০টি ট্রাক প্রবেশ করাতে সক্ষম হবে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো।

“আমরা চাই গাজায় সহায়তা যেন প্লাবনের মতো ঢুকে পড়ে। কিন্তু এখন যা হচ্ছে, তা একটা বিশাল মরুভূমিতে এক ফোটা পানির মতো,”- বলেছেন ফ্লেচার।

একইসঙ্গে সোমবার রাতভর ইসরায়েলি বিমান হামলায় গাজায় অন্তত ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা। তাঁদের দাবি, মাত্র আধা ঘণ্টার ব্যবধানে এসব মৃত্যু ঘটে।

১৪ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কার এই পরিসংখ্যান কীভাবে নির্ধারণ করা হয়েছে- এমন প্রশ্নের জবাবে টম ফ্লেচার বলেন, “আমাদের রয়েছে শক্তিশালী ও দক্ষ মাঠ পর্যায়ের পর্যবেক্ষক দল, যারা প্রতিনিয়ত গাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই পূর্বাভাস তাদেরই তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।”

জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, গাজায় খাদ্য, পানি ও চিকিৎসাসহ জরুরি পণ্য সরবরাহ না বাড়ালে শিশুদের মৃত্যুর মিছিল ঠেকানো অসম্ভব হয়ে পড়বে।

টম ফ্লেচার বলেন, “আমাদের হাতে সময় খুব কম। প্রতিটি মুহূর্ত আমরা কাউন্টডাউন করছি- কারণ এই শিশুগুলোর জীবন সত্যিই ঝুঁকির মুখে।”

 

বাংলাধারা/এসআর